সিডনী শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১

নাজুক অবস্থা টাকার নোটে; বদলে যাচ্ছে যেসব নোট


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৫

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

৫, ১০ ও ২০ টাকার নোট

 

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তন করতে হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে ব্যবহার করতে হবে। চলতি মাসে অথবা আগামী মাসে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পুনর্বিবেচনা আলোচনা করা হবে। সেখানে মুদ্রা পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।

উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন ও তার দেশত্যাগের পর ৮ আগস্ট অন্তবর্তী সরকার শপথ পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দপ্তর ভাগে ড. সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সালেহ উদ্দিন বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শীর্ষ অর্থ সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top