সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


গাজা এখন মৃত্যু উপত্যকা : নিহত ৫৫, আহত ২৭০০


প্রকাশিত:
১৫ মে ২০১৮ ০১:৩২

আপডেট:
১১ মে ২০২৪ ১২:১৯

গাজা এখন মৃত্যু উপত্যকা : নিহত ৫৫, আহত ২৭০০

ফিলিস্তিনের গাজায় ২০১৪ সালে ইসরায়েলের যুদ্ধের পর সোমবার (১৪ মে) ফিলিস্তিনে সবচেয়ে ভয়াবহ দিন অতিক্রান্ত হয়েছে। তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার দিন ছিল এটি। এর প্রতিবাদ জানাতে সীমান্তের জড়ো হয় হাজারো ফিলিস্তিনি। তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।



ইসরায়েলি সৈন্যদের গুলিতে এক দিনেই ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৭০০ মানুষ। এই ঘটনায় জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।



ফিলিস্তিনি দূত গাজায় যা ঘটছে তাকে ‘এক বর্বরোচিত আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মিসর অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করছে। অন্যদিকে তুরস্ক এই ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেছে।



জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এই জঘন্য মানবাধিকার লংঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহী করতে হবে।



ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলছে।



অপরদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।



তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।



১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব-জেরুসালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুসালেমে তারা গড়ে তুলেছে দুই লাখ ইহুদির জন্য বসতি। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।



জেরুসালেমের এক ফিলিস্তিনি বাসিন্দা আদেল হালাক বলেন, ‘এই ভূমিতে বহু নবী এসেছেন। তারা আমাদের জন্যে বহু বাণী ও ধর্ম নিয়ে এসেছেন। ট্রাম্প নামে আমাদের আর কোন নবীর দরকার নেই। আমেরিকার শক্তি তো সবখানেই আছে। আমাদের এখানে তার দরকার নেই।’



জেরুসালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এটিকে ইসরায়েলের জন্য একটি ‘গৌরবময়’ দিন বলে বর্ণনা করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top