সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ট্রাম্পকে হুমকি কিমের : তবে কি ভণ্ডুল হয়ে যাচ্ছে শীর্ষ বৈঠক?


প্রকাশিত:
১৬ মে ২০১৮ ১৩:২৩

আপডেট:
১২ মে ২০২৪ ০৯:৩১

ট্রাম্পকে হুমকি কিমের : তবে কি ভণ্ডুল হয়ে যাচ্ছে শীর্ষ বৈঠক?

উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি পারমাণবিক অস্ত্র নষ্ট করে ফেলার জন্য তাদের ওপর চাপ দেয় তাহলে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবে না।



ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং আনের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকটি ১২ জুন সিঙ্গাপুরে হবার কথা রয়েছে ।



ক্রুদ্ধ এক বিবৃতিতে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম গিয়ে-গুয়ান আমেরিকার বিরুদ্ধে 'অশুভ অভিপ্রায়ের' এবং দায়িত্বহীন বিবৃতি দেবার অভিযোগ করেছেন।



তিনি এজন্য সরাসরি দায়ী করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে।



"আমরা খোলাখুলিই বলছি যে আমরা তাকে একজন জঘন্য মানুষ বলে মনে করি, " বলেন কিম গিয়ে-গুয়ান।



কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে উত্তর কোরিয়া প্রতিশ্রুতি দেবার পর কিম ও ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের ঐতিহাসিক সম্মতি এসেছিল। উত্তর কোরিয়া বিদেশি সংবাদমাধ্যমগুলোকে আমন্ত্রণও জানিয়েছিল এ মাসের পরের দিকে তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্থান ভেঙে ফেলার ঘটনা প্রত্যক্ষ করার জন্য।



বোল্টন সম্প্রতি বলেছিলেন উত্তর কোরিয়া "লিবিয়া মডেল'' অনুসরণ করতে পারে যেখানে দেশটি যে পরমাণু অস্ত্রমুক্ত হয়েছে তা যাচাইযোগ্য হবে, কিন্তু উত্তর কোরিয়া কর্তৃপক্ষ অতীতে এমন কথা বলেছে যে লিবিয়া ২০১১ সালে পশ্চিমা সামরিক অভিযানের জাঁতাকল হয়ত এড়িয়ে গেছে, কিন্তু তারা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে।



সিউলে বিবিসির সংবাদদাতা লরা বিকার বলছেন উত্তর কোরিয়া বহুদিন থেকেই বলে আসছে রাষ্ট্র হিসাবে টিকে থাকার জন্য তাদের পারমাণবিক অস্ত্র থাকা অত্যাবশ্যক। এখন দেশটি তাদের সেই দাবি আরো স্পষ্ট করছে।



উত্তর কোরিয়া তার বিবৃতিতে কী বলছে?



রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত কিমের বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা ''যদি আমাদের কোণঠাসা ক'রে একতরফা দাবি করে যে আমাদের পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে, তাহলে আমরা আলোচনায় আগ্রহী নই" এবং ১২ জুন সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকে যোগদানের ''বিষয়টি আমাদের পুর্নবিবেচনা করতে হবে।''



তিনি বলেছেন, উত্তর কোরিয়া "খুবই আশাবাদী" ছিল, কিন্তু এটা ''খুবই দুঃখজনক যে আমেরিকা শীর্ষ বৈঠকের আগেই উদ্ভট বিবৃতি দিয়ে আমাদের উস্কানোর চেষ্টা করছে।''



কিম গিয়ে-গুয়ান উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে খুবই সম্মানজনক ব্যক্তি এবং আমেরিকার সঙ্গে আলোচনায় তিনি আগেও অংশ নিয়েছেন। তার বক্তব্য যে কিম জং-আন ব্যক্তিগতভাবে সমর্থন করবেন না এমন সম্ভাবনা খুবই কম।



এই বিবৃতি জারির কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের নির্ধারিত বৈঠকও বাতিল করে দিয়েছে। সেটাও সমস্যা যে আরও জটিল হচ্ছে তার একটা ইঙ্গিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top