সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ডোরিয়ানের আঘাতে বাহামায় ৫ জনের মৃত্যু, আহত ২১


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৮

আপডেট:
১৩ মে ২০২৪ ০২:৪৪

ডোরিয়ানের আঘাতে বাহামায় ৫ জনের মৃত্যু, আহত ২১

প্রভোত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী হ্যারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামা দীপপুঞ্জে পাঁচজনের মৃত্যু হয়েছে। বাহামার উত্তর-পশ্চিম অঞ্চলে রেকর্ডমাত্রার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ঝড়টি।



বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস সোমবার (২ সেপ্টেম্বর) এই পাঁচজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। গ্রেট বাহামা অঞ্চলের মানুষ ভীষণ সঙ্কটের মধ্যে রয়েছে বলেও জানান তিনি।



আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই উদ্ধারকর্মীরা কাজ শুরু করবেন বলেও জানান প্রধানমন্ত্রী। পাঁচ মাত্রার এই হ্যারিকেনে বাহামায় অন্তত ২১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্কাই নিউজ। সেইসঙ্গে নষ্ট হয়েছে বিদ্যুৎ সংযোগও।



মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডোরিয়ান ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের যেকোনো ঝড়ের চেয়ে বেশি শক্তিশালী। সর্বোচ্চ ১৮৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস উড়িয়ে নেয় বিভিন্ন ঘরবাড়ির ছাদ, উড়ে যায় অনেক যানবাহনও।



ঝড়ের প্রভাবে গোটা বাহামায় বন্যা দেখা দিয়েছে। কর্তপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিভিন্ন বাড়ি থেকে আটকা পড়া হাজারো মানুষ তাদের উদ্ধারের সহায়তা চেয়ে বার্তা পাঠিয়েছে। স্থানীয় রেডিওতেও দুই হাজারের বেশি টেলিফোন এসেছে সহায়তা চেয়ে।



বাহামার পুলিশ প্রধান স্যামুয়েল বাটলার জানিয়েছেন, তাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলেই তারা কাজ শুরু করবেন। তিনি সাধারণ মানুষকে তাদের অবস্থান সনাক্ত করতে সুবিধার জন্য জিপিএস চালু রাখতে অনুরোধ করেছেন। কারণ সেটা চালু না থাকলে কে কোথায় আটকে আছেন তা জানা যাবে না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top