সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


চীন ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে ইরানে


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৪

আপডেট:
১২ মে ২০২৪ ২১:৪৬

চীন ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে ইরানে

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: খুব শিঘ্রই ইসলামি প্রজাতন্ত্র ইরানে ২৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে জর্জরিত ইরানের অর্থনীতির স্বাভাবিক গতি ফেরাতেই চীন বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। তবে কোনখাতে এ বিনিয়োগ হবে তা জানানো হয়নি।



সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর গতকাল শনিবার এক প্রতিবেদনে খবর প্রকাশ করেছে। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের এ বিনিয়োগের খবরটি তারা তদের সাময়িকী “পেট্রোলিয়াম ইকোনমিস্টএ প্রকাশ করেছে।



পেট্রোলিয়াম ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে বলেছে  , আগস্ট মাসের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর করেন এবং শেষ সময় এ চুক্তি হালনাগাদ করা হয়। সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই ইরান ও চীনকে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনার বলে অভিহিত করেছিলেন।



খবরে বলা হয়েছে, চুক্তি কার্যকর শুরু হওয়ার পর থেকে পরবর্তী পাঁচ বছরে এই বিনিয়োগ সম্পন্ন হবে। উভয় পক্ষ সম্মত হলে একই সময়ে আরও বিনিয়োগ করা হতে পারে।



বিপুল এই বিনিয়োগের জন্য বেইজিংকে বিশেষ অগ্রাধিকার দেবে ইরান। তার মধ্যে অন্যতম হলো গ্যাসক্ষেত্র, তেল পেট্রোকেমিক্যাল প্রকল্প। প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে ইরানে হাজার নিরাপত্তা কর্মকর্তা পাঠাবে বেইজিং। আর  এসব খাতে চীনা কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেবে ইরান।



চুক্তি অনুসারে, ইরানের কাছ থেকে কম মূল্যে তেল, গ্যাস পেট্রোকেমিক্যাল পণ্য কিনতে পারবে চীন। পণ্য কেনার দুই বছর পর্যন্ত মূল্য পরিশোধের সুযোগ থাকবে। পণ্যের দাম চীনের মুদ্রা ইউয়ান বা বেইজিংয়ের পক্ষে মুনাফা করা সম্ভব এমন সহজ মুদ্রায় পরিশোধ করা যাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top