সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


মেক্সিকোয় কুয়া থেকে উদ্ধার করা ৪৪ মৃতদেহের পরিচয় শনাক্ত


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৫

আপডেট:
১৩ মে ২০২৪ ০৯:০২

মেক্সিকোয় কুয়া থেকে উদ্ধার করা ৪৪ মৃতদেহের পরিচয় শনাক্ত

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর হালিসকো রাজ্যের একটি কুয়া থেকে বহু মানুষের দেহাংশ উদ্ধার করার পর সেগুলোর মধ্য থেকে ৪৪টি মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন দেশটির ফরেনসিক বিজ্ঞানীরা। মানবদেহগুলোর বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছিল,  এজন্য কর্তৃপক্ষকে ওইগুলো শনাক্ত করতে বিভিন্ন অংশ একত্র করতে হয়। তবে এখনও অনেক অংশ শনাক্ত করা সম্ভব হয়নি।



বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধের বিষয়ে অভিযোগ করতে শুরু করার পর সেপ্টেম্বর মাসের প্রথমদিকে মানবদেহের খণ্ডাংশগুলো উদ্ধার হয়। গুয়াদালাহারা শহরের কাছে একটি কুয়ার ভিতরে ১১৯টি কালো ব্যাগে এগুলো লুকানো ছিল। মেক্সিকোর যেসব রাজ্যে মাদকের বিস্তার রয়েছে, জালিসো সেগুলোর মধ্যে শীর্ষে। ধারণা করা হচ্ছে এসব হত্যাকাণ্ড কোনো মাদক গ্যাং এর কাজ। দেহাবশেষ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা তাদের নিখোঁজ স্বজন সন্দেহে অভিযোগ জানানো শুরু করেছেন।



উল্লেখ্য, ২০০৬ সালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতা বেড়েছে। তখন থেকে দুই লাখেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। নিখোঁজ রয়েছে ৩৭ হাজার মানুষ। স্বজনদের অভিযোগ, নিখোঁজ বা গুম যাওয়া ব্যক্তিদের সন্ধান পেতে মেক্সিকো সরকার খুব বেশি সক্রিয় নয়। এর আগেও ২০১৭ সালের মার্চে ভেরাক্রুজ রাজ্যের একটি গণকবর থেকে ২৫০টি মাথার খুলি উদ্ধার করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top