সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি: নিহত ১৮, নিখোঁজ ২২


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪২

আপডেট:
১৩ মে ২০২৪ ০৪:০৫

ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি: নিহত ১৮, নিখোঁজ ২২

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের গোদাভারি নদীতে পর্যটকবাহী একটি নৌকা ৬৩ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। এতে নিহত হয়েছেন ১৮ জন। এবং নিখোঁজ রয়েছেন অন্তত আরো ১৬ জন। স্থানীয় সময় রবিবার বিকালে এ ঘটনা ঘটে।



অন্ধ্রপ্রদেশে রাজ্যের দেবীপটনম এলাকা সংলগ্ন গোদাবরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৮ জনের নিহত হওয়ার খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন



বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ২৭ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকর্মীদের সেখানে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। নদী থেকে মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন তারা। রবিবার ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে।



সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) -এর দুইটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।



প্রসঙ্গত, মাত্র দুই দিন আগে মধ্যপ্রদেশে গণেশের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ১২ জন। বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়।



অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ওই এলাকার সব নৌকা চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের প্রতি শোক জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top