সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ইসরায়েলে সাধারণ নির্বাচন আজ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০২

আপডেট:
১২ মে ২০২৪ ২১:১৮

ইসরায়েলে সাধারণ নির্বাচন আজ

প্রভাত ফেরী ডেস্ক: আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ইসরায়েলের সাধারণ নির্বাচন। পাঁচ মাসের মধ্যেই দ্বিতীয় দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে  । এটি দেশটির ২২তম পার্লামেন্ট নির্বাচন। যাতে ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে সেন্টার রাইট ব্লু এবং হোয়াইট পার্টির তীব্র লড়াই হবে।



আজ সকাল থেকেই ইসরায়েলিরা তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।



এর আগে, এপ্রিলের নির্বাচনে ৫ম বারের মতো জয়ী হন নেতানিয়াহু। অবশ্য ১২০ সদস্যের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেননি তিনি। পরে মাসের জন্য পার্লামেন্ট ভেঙে দেন। নির্বাচনে ভোট দেবেন প্রায় ৬০ লাখ মানুষ। ইসরায়েলের সরকার গঠনে দীর্ঘদিন ধরেই তুরুপের তাস অ্যাভিগডো লিবারম্যান। গত নির্বাচনে তিনি জোট গঠনে অস্বীকৃতি জানালে সরকার গঠন করতে পারেন নি নেতানিয়াহু। এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনে তাকে দরকার হচ্ছে নেতানিয়াহুর, তখনই আসল নাটক শুরু হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।



ইহুদি ডানপন্থি লিকুদ পার্টির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লড়ছেন নির্বাচনে। তার প্রধান প্রতিপক্ষ সাবেক আর্মি চীফ অব স্টাফ বেনি গান্টজ।



ইসরায়েলি টিভি চ্যানেলগুলোর সবশেষ জনমত জরিপে বলা হচ্ছে, এবারের নির্বাচনে নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি আসন। অন্যদিকে বেনি গান্টজের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩ আসনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, জরিপে বলা হয় অ্যাভিগডর লিবারম্যানের ইসরায়েল বেয়তেনু পাবে আটটি আসন, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। ছাড়া ১২ শতাংশ ভোটার এখনো নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জরিপের ফলাফলে উঠে আসে। টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top