সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


আফগানিস্তানে বোমা হামলা, নিহত ২৪


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৯

আপডেট:
১৩ মে ২০২৪ ১৩:০৪

আফগানিস্তানে বোমা হামলা, নিহত ২৪

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানির গনির নির্বাচনী সমাবেশে বোমা হামলায় কয়েক ডজন হতাহত হয়েছে। তবে সমাবেশে বোমা হামলায় আফগান প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।



পারওয়ান প্রাদেশিক হাসপাতালের প্রধান আবদুল কাশিম সঙ্গিন সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, বোমা হামলায় মৃতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করতে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স মজুদ রাখা রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।



পারওয়ান প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ ঘানির নির্বাচনি শোভাযাত্রা শেষে একটি জনসভায় বক্তৃতা রাখার কথা। সেই জনসভা স্থলে ঢোকার মুখেই একটি পুলিশের গাড়িতে হাতবোমা সদৃশ একটি দূর নিয়ন্ত্রিত বোমা লাগিয়ে রাখা হয়। পরে সেই বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।



দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র হামেদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত এবং নিরাপদে আছেন। চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের সময় ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top