সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


নেতানিয়াহুকে হারিয়ে ইসরাঈলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেনি গ্যান্তেজ


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৮

আপডেট:
১২ মে ২০২৪ ১৯:১৮

নেতানিয়াহুকে হারিয়ে ইসরাঈলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেনি গ্যান্তেজ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: এবারের নির্বাচনে জয়লাভের মাধ্যমে টানা পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু। তবে ভোটের মাঠে তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেনি গান্টজের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সাবেক সেনাপ্রধান গান্টজ দেশটির মধ্য ডানপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতৃত্ব দিচ্ছেন।



গত পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চূড়ান্ত ফলের অপেক্ষা করছে ইসরায়েল।



দেশটির বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন বেঞ্জামিনকে হারিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মধ্যপন্থী নীল এবং সাদা জোটের বেনি গ্যান্তেজ।



প্রথম দফার বুথফেরত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু তার ডানপন্থী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জরিপে বেনি গান্টজের খুব সামান্য ব্যবধানে এগিয়ে থাকার আভাস মিলেছে। চ্যানেল ১২-এর জরিপে বলা হয়েছে, বেনি গান্টজের নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৪টি আসনে বিজয়ী হতে পারে। বিপরীতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেতে পারে ৩৩টি আসন।



বুধবার সকালে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন বেনি গান্টজ। সময় তিনি বলেন, আনুষ্ঠানিক ফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে জয়ের ব্যাপারে তার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।



বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সমর্থকদের জানিয়েছেন, ইতোমধ্যে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।



লিকুদ পার্টির পররাষ্ট্রকল্যাণবিষয়ক পরিচালক আলী হাজান বলেন, ইসরায়েলের নির্বাচনে বুথ ফেরত জরিপের ফল অতীতে কখনও মিথ্যা হয়নি। তবে নীল এবং সাদা জোট অত্যন্ত সতর্কতার সঙ্গে আশাবাদ প্রকাশ করেছে। দলটির মুখপাত্র মেলোডি সুচারেউইজ দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েলকে বলেছেন, নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ইসরায়েল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top