সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


সরকার গঠনে জাতীয় ঐক্যের ডাক দিলেন নেতানিয়াহু


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৫

আপডেট:
১৩ মে ২০২৪ ১২:৪৮

সরকার গঠনে জাতীয় ঐক্যের ডাক দিলেন নেতানিয়াহু

প্রভাত ফেরী ডেস্ক: দ্বিতীয় দফা জাতীয় নির্বাচনেও ইসরায়েল সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন সংখ্যা না পেয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। প্রতিদ্বন্দ্বি বেনি গান্তজকে জোট সরকারের গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টও।



গত মঙ্গলবার জাতীয় নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দীপূর্ন লড়াইয়ের পর সরকার গঠনের জন্য যথেস্ট আসন পেতে ব্যর্থ হন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান বেনি গান্তজের সঙ্গে সমান অবস্থানে আছেন তিনি। এবারের নির্বাচনের জয়লাভ করলে টানা পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারতেন নেতানিয়াহু। তবে ভোটের মাঠে তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেনি গান্টজের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।



এরপরই জাতীয় ঐক্যের ডাক দেন নেতানিয়াহু। তবে গান্তজের মুখপাত্র এখনও কোনও বক্তব্য দেননি।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজের দুর্বল অবস্থানের কারণে আগের নীতি থেকে সরে এসেছেন নেতানিয়াহু।



ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি প্রচারণার সময় আমি ডানপন্থী সরকার্ গঠনের কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন তা সম্ভব না। তিনি বলেন, ‘বেনি, আমাদের অবশ্যই ঐক্যের  সরকার গড়তে হবে। পারলে আজই। আমাদের দুজনের কাছেই জাতি আশা করছে।



 এর আগে গত বুধবার গান্তজও বলেছিলেন, তিনি একটি ভালো ও আকাঙ্খিত ঐকমত্যের সরকার নিয়ে আশাবাদী।  



 এদিকে নেতানিয়াহুর এই আহ্বানকে স্বাগতম জানিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন। বক্তব্য তিনি বলেছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী, আমি আপনার এই আহ্বানের জন্য অভিনন্দন জানাতে চাই। এই আহ্বান খুবই জরুরি ছিলো এই মূহুর্তে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top