সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৬, আহত ১৫


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৩

আপডেট:
১২ মে ২০২৪ ১২:৪৩

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৬, আহত ১৫

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত এবং আরো প্রায় ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।



রবিবার দাইমার জেলায় গিলগিট-বাল্টিস্তানে বাবুসর পাসে এই দূর্ঘটনা ঘটে। পাকিস্তান সরকারের মুখপাত্র ফইজুল্লাহ ফিরাকের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে এ সকল তথ্য জানিয়েছে।



দেশটির পুলিশের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তন করার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর এতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে চলে গেলে তখনি এই দূর্ঘটনাটি ঘটে।



তিনি বলেছেন, বাস দুর্ঘটনায় হতাহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। তাদের উদ্ধারের পর চিলাসের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার প্রধান এই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে।



দায়ামার জেলা ডিসি অফিসের কর্মকর্তা রাজা আশফাক বলেন, হতাহতদের অধিকাংশই স্কার্দু জেলার বাসিন্দা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top