সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


হাউডি মোদি অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি, ছিলো ৫০ হাজার মানুষ


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৯

আপডেট:
১১ মে ২০২৪ ২০:৩৭

হাউডি মোদি অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি, ছিলো ৫০ হাজার মানুষ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের নিয়ে অনুষ্ঠিত হাউডি মোদি অনুষ্ঠানে ট্রাম্পসহ  প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলো। স্থানীয় সময় রবিবার বিকালে টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে টেক্সাস ইন্ডিয়া ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।  



টেক্সাসের হিউস্টনে ৫০ হাজার আসনবিশিষ্ট এনআরজি ফুটবল স্টেডিয়ামে প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা করেন।



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, হোয়াইট হাউসে এতো বন্ধুত্বপূর্ণ প্রেসিডেন্ট ভারত কখনও পায়নি। পুরো দুনিয়া মোদি-র নেতৃত্বে একটি শক্তিশালী, সার্বভৌম ভারত প্রত্যক্ষ করছে।



হাউডি মোদি শীর্ষক ওই সমাবেশে ট্রাম্প আরো বলেন, প্রধানমন্ত্রী মোদি, আমি আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। আগের চেয়েও দেশকে আরও সমৃদ্ধ করতে চাই। হোয়াইট হাউসে ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালো বন্ধু আগে কখনও ছিল না।”



মোদি-র সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়াকে শক্তি ও বাণিজ্যিক ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম ও পুরানো গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক মজবুত করার একটি  প্ল্যাটফর্ম হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমরা বেশ কয়েকবার সাক্ষাৎ করেছি। প্রত্যেকবারই ট্রাম্প ছিলেন উষ্ণ, বন্ধুত্ত্বপূর্ণ, গ্রহণযোগ্য।  তার নেতৃত্বের ক্ষমতা, আমেরিকার জন্য তার স্বপ্ন, প্রত্যেক আমেরিকান নাগরিকের জন্য উদ্বেগ, আমেরিকার ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বাস এবং যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার প্রচেষ্টা লক্ষ্য করেছি। তিনি ইতোমধ্যেই আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছেন। বিশ্ব এবং আমেরিকার জন্য তিনি অনেক কিছু করেছেন।” 



অনুষ্ঠানে ‘শেয়ারড ড্রিমস, শেয়ারড ফিউচার’ নামের একটি স্লোগান রয়েছে। অনুষ্ঠানের আগে আয়োজক কর্তৃপক্ষ টেক্সাস ইন্ডিয়া ফোরাম জানায়, স্টেডিয়ামের একটিও আসন খালি ছিলো না। ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইন্দো-আমেরিকানদের ভূমিকা আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।  



আগামী মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বৈঠকে বসবেন। দুই দেশের বাণিজ্য বিরোধ নিঃষ্পত্তি ও শুল্ক নিয়ে কথা বলবেন তারা। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে কথা বলবেন মোদির সঙ্গে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top