সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ৪৪


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৫

আপডেট:
১২ মে ২০২৪ ১১:৩২

মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২৪ বাংলাদেশিসহ আটক ৪৪

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের এক অভিযানে ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসী গ্রেফতার  করা হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধানের বরাতে এ তথ্য জানা যায়।



রবিবার সকালে সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাইবুলুর পাম বাগান ও সবজি বাগান, পাম বাগানে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ।



প্রায় ১৬০ জনের পুলিশ বাহিনী পুরো এলাকাটে ঘিরে তারপরে অভিযান চালায়। এসময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়। পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মিয়ানমারের এবং নেপালের এক জনকে।



সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুঙ্গাই বুলুর পুসাট কাওয়ালান কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ের বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবরে আমরা রাতরে অভিযান চালাই। তাতে এসকল অবৈধ অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।



আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে সেলাঙ্গার ইমিগ্রেশনে রাখা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top