সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫, আহত ৪০০


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৬

আপডেট:
১২ মে ২০২৪ ০৭:৩০

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫, আহত ৪০০

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় চার শতাধিক মানুষ আহত হয়েছে।



স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে পাকিস্তানে ৪ শতাধিক মানুষ আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দৈনিক ডন।



পাকিস্তান ট্যুডে বলছে, পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরের ঝেলুমে।



এই ভূমিকম্পের উৎপত্তি স্থল পাকিস্তানের লাহোরের ১৭৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূমিকম্পে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মিরপুরের বিভিন্ন অঞ্চলে সড়ক ভেঙ্গে গেছে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।



সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রাস্তায় বড় ফাটল ধরেছে। ভেঙে গেছে অনেক ঘরবাড়ি।   স্থানীয় দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, তার অবকাঠামো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছেন। কর্মকর্তা আম্মার রাজা শেখ বলেন, আমরা রাস্তায় ফাঁটল পাওয়ার খবর পেয়েছি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, কাশ্মিরের মিরপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসেব পাওয়া যায়নি।



পাকিস্তানের প্রধান ভূতত্ত্ববিদ মুহাম্মদ রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘ভূমকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর। প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। এর আগে ২০০৫ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top