সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ভারতে ভয়াবহ বন্যায় নিহত ১৩৪, ঘরহীন কয়েক হাজার মানুষ


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩০

আপডেট:
১১ মে ২০২৪ ২০:৫৭

ভারতে ভয়াবহ বন্যায় নিহত ১৩৪, ঘরহীন কয়েক হাজার মানুষ

প্রভাত ফেরী ডেস্ক: ভারতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত তিনদিনে ১৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ-ত্রাণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সৃষ্ট এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতের উত্তর প্রদেশ এবং বিহার।



দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ২২টি আন্ত:রাজ্য ট্রেন বাতিল করা হয়েছে।



উত্তর প্রদেশের বন্যা পরিস্থিতি



ভারতের উত্তর প্রদেশে গত দুদিনের লাগাতার বৃষ্টি ও বন্যায় অন্তত ৭৯ জনের প্রাণহানি হয়েছে। সাপের কামড়, দেয়াল ধস, বজ্রপাতসহ নানা কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।



উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেটদের আক্রান্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।  ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।



আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত মধ্য ও উত্তর প্রদেশে অব্যাহত থাকবে। বাল্লিয়াতে গঙ্গা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১.৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।



বিহারের বন্যা পরিস্থিতি



ভারতের বিহারে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিহারের রাজধানী পাটনাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।



বিহারের ২৪ জেলায় আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত পাটনার সব স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।



বিহারে ভারী বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাটনা। সেখাননে বিদ্যুৎ এবং পানির অভাবে দিন কাটাচ্ছেন বহু বাসিন্দা। বিহারের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় জাতীয় দুর্যোগ প্রশমনের ১৯টি টিম মোতায়েন করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top