সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সের্গেই ল্যাভরভের সঙ্গে দুর্লভ বৈঠকে কিম জং উন


প্রকাশিত:
১ জুন ২০১৮ ১৪:২৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০৭

সের্গেই ল্যাভরভের সঙ্গে দুর্লভ বৈঠকে কিম জং উন

কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে পিয়ংইয়ংয়ের ইচ্ছা এখনো আছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি এও বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে তিনি এখনো প্রতিশ্রুতিবদ্ধ।



কিম জংয়ের বরাত দিয়ে কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।



রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দুর্লভ বৈঠকে কিম জং উন তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও উত্তর কোরিয়ার নেতার ঘনিষ্ঠ কর্মকর্তা কিম ইয়ং চোলের কাছে জানতে চান যে, পিয়ং ইয়ং এখনো পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিনা।



 



গতকাল পোম্পেও এবং কিম চোল নিউ ইয়র্কে বৈঠক করেন। তারা আগামী ১২ জুন ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়ে আলোচনা করেন।



বৈঠকে পোম্পেও বলেছেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের ওপর চাপ বাড়াবে। সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগে আমেরিকার পক্ষ থেকে বহু শর্ত ও হুমকি দেয়া হচ্ছে। এ কারণে কিম ও ট্রাম্পর মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা রয়েছে।



সিঙ্গাপুরে সম্ভাব্য শীর্ষ বৈঠকের তারিখ হিসেবে ১২ জুনকে ঠিক করার পর গত ২৪ মে ট্রাম্প আকস্মিকভাবে সে বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন। এরপর দিনই তিনি আবার বৈঠকের বাপারে আগ্রাহ প্রকাশ করেন এবং ওই তারিখেই বৈঠক করবেন বলে ঘোষ‌ণা দিয়েছেন।



ল্লেখ্য, উত্তর কোরিয়া ২০০৬ সালের ৯ অক্টোবর সর্বপ্রথম পারমানবিক বোমার সফল পরীক্ষা চালায়। পরে ২০০৮ সালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। তখন থেকেই বিরতিহীন ভাবে দেশটির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। সূত্র: পার্স টুডে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top