সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


জঙ্গি হামলায় মালিতে ৫৩ সেনাসদস্য নিহত


প্রকাশিত:
৩ নভেম্বর ২০১৯ ০১:৪৬

আপডেট:
১৩ মে ২০২৪ ০২:৪০

জঙ্গি হামলায় মালিতে ৫৩ সেনাসদস্য নিহত

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগারে জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ৫৩ সেনা নিহত হয়েছেন। শুক্রবারের (১ নভেম্বর) ওই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ওই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া এসব তথ্য জানিয়েছে।



এছাড়া দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার শেষরাতের ওই জঙ্গি হামলায় সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মানেকা অঞ্চলেরও ওই ল্যান্ডমাইন (মাটিতে পুতে রাখা বিস্ফোরক) হামলার তদন্ত চলছে।



এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাঁটিকে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।



সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট মালিতে থাকা সাহেল নামে পরিচিত তাদের শক্ত ঘাঁটি থেকে উপকূলীয় অঞ্চল বিশেষ করে নাইজার ও বুরকিনা ফাসোর কিছু অংশে কার্যক্রম (হামলা) পরিচালনা করে আসছে। তবে এই হামলা নিয়ে তারা এখনও কিছু বলেনি।



মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা। তবে চলতি বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top