সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ০১:১৫

আপডেট:
১৩ মে ২০২৪ ১৩:২০

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা

প্রভাত ফেরী ডেস্ক: পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  শুক্রবার রাতে কোয়েটার বুলেলি অঞ্চলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির সরকারি সূত্রের বরাতে তথ্য জানা গেছে।



সরকারি সূত্র বলছে, পুলিশের গাড়িকে মূলত টার্গেট করা হয়েছে। তবে বিস্ফোরণে আহত ব্যক্তিদের একটা বড় অংশই সাধারণ মানুষ। আহতদের বুলেলির হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের বিশদ কিছু জানা যায়নি।



এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত সোমবার কোয়েটায় এক বিস্ফোরণে জন আহত হয়। এর মধ্যে তিনজনই পুলিশ সদস্য। সে সময়ও পুলিশের গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশকে লক্ষ্য করে এটি তৃতীয় হামলার ঘটনা।



জানা গেছে, পুলিশ ছাড়াও ফ্রন্টিয়ার কর্পোসের অফিসাররা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন বিস্ফোরণ বিশেষজ্ঞরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে গিয়েছেন। বিস্ফোরণস্থলের চারপাশ ঘিরে ফেলা হয়েছে।



আহত একাধিক হলেও, গভীর রাত পর্যন্ত নিহতের খবর মিলেনি।



প্রসঙ্গত, কোয়েটায় গত সোমবারও  বিস্ফোরণে জন  আহত হয়েছিলেন। এর মধ্যে তিনজনই পুলিশকর্মী। সপ্তাহ শুরুর দিনে, ওই বিস্ফোরণেও টার্গেট ছিল পুলিশের গাড়ি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top