সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি: নিহত ৫, আহত ৬


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৩:৪১

আপডেট:
১২ মে ২০২৪ ২১:০২

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি: নিহত ৫, আহত ৬

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পারিবারিক একটি অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। রোববার একটি পরিবারের লোকজন বাড়ির পেছনে ফুটবল দেখা উপভোগ করছিলেন। ঠিক সে সময়ই অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়।



রোরবার রাতে ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।



যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ পুলিশ সূত্রে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে অজ্ঞাত বন্দুকধারী বাড়ির পেছনের আঙিনায় পারিবারিক জমায়েতে গুলিবর্ষণ করে। পুলিশ কর্মকর্তা বিল ডোলে জানিয়েছেন, এখনও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি।



এনবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্য তাদের বন্ধুরা বাড়ির উঠোনে ফুটবল খেলা দেখছিল। সে সময় আড়াল থেকে এক বা একাধিক ব্যক্তি বন্দুক হামলা চালায়।



ফ্রেশনো পুলিশের ডেপুটি প্রধান মাইকেল রিড জানিয়েছেন, ঘটনাস্থলে যাওয়ার পথে আরও কয়েকটি কল পায় পুলিশের অগ্রবর্তী দল, ওই সব কলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়। গুলিবর্ষণের পরপরই ২৫ থেকে ৩০ বছর বয়সী চার ব্যক্তি মারা যায় বলে জানিয়েছেন তিনি। আরেক আহতকে ওই এলাকার কমিউনিটি রিজিওনাল মেডিকেল সেন্টারে (সিআরএমসি) নেওয়ার পর তার মৃত্যু হয়।



গুলিবিদ্ধ আরও পাঁচ জনের অবস্থা স্থিতিশীল আছে এবং তাদের সিআরএমসিতে ভর্তি করা হয়েছে বলে রিড জানিয়েছেন। ফুটবল খেলা দেখার ওই পার্টিতে প্রায় ৩৫ জনের মতো উপস্থিত ছিলেন, তখন ওই সন্দেহভাজন হেঁটে সেখানে উপস্থিত হয়ে গুলি করে।



সন্দেহ হওয়ার মতো কোনো তথ্য সন্দেহজনক কোনো গাড়ির বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায়নি বলে ডুলেই জানিয়েছেন। সন্দেহভাজনের বিষয়ে প্রত্যক্ষদর্শীর তথ্য পেতে নজরদারি ক্যামেরার ফুটেজের খোঁজে পুলিশ ওই এলাকার প্রত্যেক বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top