সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


কেনিয়ায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধস, নিহত ৩৬


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৩:৩২

আপডেট:
১৩ মে ২০২৪ ০৫:২৮

কেনিয়ায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধস, নিহত ৩৬

প্রভাত ফেরী ডেস্ক: ভারী বৃষ্টিপাতে ভূমিধসের কারণে কেনিয়ার ওয়েস্ট পোকোট এলাকায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এদের মধ্যে শনিবার সাত শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।



জানা গেছে, পোকোট কাউন্টিতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় চারটি ব্রিজ ভেসে গেছে। বেশ কিছু গ্রামও ক্ষতিগ্রস্ত হয়েছে। পোকোট কাউন্টি উগান্ডা সীমান্তে অবস্থিত।



স্থানীয় গণমাধ্যমকে দেশটির কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে সাত শিশুর মরদেহ রয়েছে। পোকোটের নয়্যারকুলিয়ান ও পারুয়া গ্রামে তীব্র বর্ষণের কারণে ভূমিধসে তাদের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে।



কর্মকর্তারা বলেছেন, বর্ষণের কারণে পানির নিচে তলিয়ে গেছে ওই এলাকার রাস্তাঘাট। এছাড়া একটি সেতু পানিতে ভেসে গেছে। অনেকেই আটকা পড়ে থাকতে পারেন তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। যে জায়গায় সেতু ভেসে গেছে সেখানে আমরা পৌছানোর চেষ্টা করছি, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।



এদিকে, কাউন্টির গভর্নর জন লনিয়াংপুও বলেন, অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় পুরো গ্রাম ভেসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তিনি হেলিক্প্টারে করে বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top