সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


আলবেনিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প: নিহত ২২, আহত ৬ শতাধিক


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ২৩:১২

আপডেট:
১২ মে ২০২৪ ২৩:১৮

আলবেনিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প: নিহত ২২, আহত ৬ শতাধিক

আলবেনিয়ায় আঘাত হেনেছে ৬.৪ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওই ভূমিকম্পে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।



যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পনের কেন্দ্রস্থল ছিল রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।



গত কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের তাণ্ডবে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে।



গত কয়েক দশকে ইউরোপের এই দেশটিতে এত ভয়াবহভাবে ভূমিকম্প আঘাত হানেনি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, যত্রতত্র ভব ধসে পড়েছে। বাড়ি, রাস্তা, দেয়াল যেন ধ্বংসস্তুপ। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন অনেকে। উদ্ধারকারীরা দল পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন।



আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক টুইটার বার্তায় নিহতের পরিবারের জন্য শোক ও সমবেদা জানিয়েছেন। তিনি বলেছেন, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উদ্ধার অভিযান চলবে। ব্যাপক প্রাণহানির পর ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষে সম্ভাব্য সর্বোচ্চ যা করা সম্ভব তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।



আলবেনিয়ার পুলিশের পক্ষ থেকে সিএনএনের সহযোগী এটু এজেন্সিকে জানানো হয়েছে, ভূমিকম্পে ভয় পেয়ে একটি ভবনের ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ে একজনের মৃত্যু হয়। আলবেনিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্রাম থুমেনে মারা গেছেন তিনজন। আরও কয়েখজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।



উদ্ভূত পরিস্থিতিতে ডুরেস, লেজেহ এবং তিরানা শহরের স্কুলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দুরেস এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া লোকজনকে উদ্ধারে দমকল বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও স্থানীয়দের সহায়তা করছে।



প্রতিরক্ষামন্ত্রী ওল্টা জাকা বলেছেন, মূল কম্পনের পর পুরো দেশ ২৫০টি আশটার শকে কেঁপে উঠেছে। এদের মধ্যে দুটি ছিল ৫ মাত্রার। অন্তত ৫০০ বাসিন্দা আহত হয়েছেন ও চিকিৎসা নিয়েছেন।  বলকান অঞ্চলের মুসলিম দেশ আলবেনিয়াকে ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইউরোস্টার্ট-এর ডাটা অনুযায়ী, দেশটির জনগণের গড় আয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগকিদের গড় আয়ের এক তৃতীয়াংশেরও কম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top