সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


হন্ডুরাসে কারাগারে সহিংসতায় নিহত ১৮, আহত ১৬


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ২৩:০৭

আপডেট:
১০ মে ২০২৪ ২০:১৭

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের এক কারাগারে দাঙ্গায় অন্তত ১৮ বন্দী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) কারাগারটিতে গোষ্ঠীগত সহিংসতা ছড়িয়ে পড়ায় তারা হতাহত হয়। দেশটিতে প্রায় কারাগারে দাঙ্গা লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে মাঝেমধ্যেই কারাগারে সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়। সহিংসতা মোকাবিলায় সম্প্রতি সরকার কারাগারের ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে তার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। কিন্তু তারপর আবার এই সহিংসতার ঘটনা ঘটলো।

সম্প্রতি দেশটির একাধিক কারাগারে দাঙ্গা হয়েছে। তবে এগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় তেলা শহরের এই কারাগারের দাঙ্গা ছিল সবচেয়ে ভয়াবহ।

দেশটির এক সামরিক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে এই কারাগারের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সহিংসতা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মধ্য আমেরিকার এই দেশটির নিরাপত্তা সংস্থা ফুসিনার এক মুখপাত্র অ্যান্তোনিও কোয়েলো স্থানীয় সম্প্রচার মাধ্যমগুলোর সঙ্গে কথা বলার সময় নিহতের সংখ্যাটি নিশ্চিত করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top