সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


কাসেম সোলাইমানিকে হত্যা: প্রতিশোধের হুমকি ইরানের, বিশ্ব জুড়ে উদ্বেগ


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২০ ২৩:০২

আপডেট:
১০ মে ২০২৪ ০৭:১১

কাসেম সোলাইমানির ছবির পাশে শোকাহত আয়াতুল্লাহ খোমেনি

প্রভাত ফেরী ডেস্ক: ইরানের অভিজাত বাহিনী কুদসের প্রধান মেজর জেনারেল কাসেম সোল্ইামানি হত্যার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে কার্যত যুদ্ধের পরিস্থিতি। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট আয়াতুল্লা খামেনি। সোলাইমানি সরাসরি আয়াতুল্লা খামেনির অধীনে ছিলেন। দেশবাসীর চোখে তিনি ছিলেন একজন বীর। ইরানের সামরিক শক্তিকে বৈশ্বিক করে তুলেছেন তিনি। নিয়ে গেছেন ইরাক, সিরিয়া, লেবানন, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে। এমন একজন বীরকে হারিয়ে ফুঁসছে ইরান। তাতে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের বাতাসে যুদ্ধের দামামার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের শীর্ষ জেনারেল সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন। বিবিসি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদিও। হত্যাকান্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা তার দেশের ওপর আক্রমণ। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হত্যাকান্ড ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং তার দেশের মর্যাদার ওপর এক বড় আঘাত।

মাহদি বলেন, ইরাকে যে শর্তে মার্কিন সেনাদের থাকতে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে। তাদের উদ্দেশ্য ইরাকের সেনাদের প্রশিক্ষণ দেওয়া এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করা। এই হত্যাকান্ড সহিংসতাকে আরও উসকে দেবে। যা ইরাককে আরও একটি যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে, যা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।

সোলাইমানি হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য এবং বিশ্বে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের সন্ত্রাসবাদী কার্যক্রমের নিন্দা জানিয়ে হুমকি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে তার এই দুর্বল বিপজ্জনক কাজের সব পরিণতির দায়ভার বহন করতে হবে।’

এদিকে বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়বে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোলাইমানিকে হত্যা করায় অস্থিরতা বাড়ার ঝুঁকি রয়েছে।
ওদিকে ট্রাম্প ‘খড়ের গাদায় আগুন লাগিয়েছেন’ বলে মন্তব্য করেছেন দেশটির আসছে নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন।

মার্কিন ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন এই হামলার সমালোচনা করে টুইটারে একটি পোস্ট করেছেন। ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি খড়কুটোর গাদায় ডিনামাইট ছুড়ে ফেলেছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটি সংঘাতের মুখোমুখি পড়তে পারি আমরা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top