সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


জেনারেল সোলাইমানির জানাজায় বাগদাদে হাজার হাজার মানুষের ঢল


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২০ ২৩:০০

আপডেট:
৫ জানুয়ারী ২০২০ ২৩:০০

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতাদের জানাজায় মানুষের ঢল নামে। শনিবার বাগদাদে তাদের স্মরণে এ শোক মিছিল ও জানাজা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। আল জাজিরা।

জানাজায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরী আল মালিকি, পার্লামেন্টের হিকমা ব্লকের নেতা ও শিয়া বিশেষজ্ঞ আম্মার আল হাকিম, হাশদ আল শাবির প্রধান ফালেহ ফায়াদসহ অন্য শিয়া নেতারা উপস্থিত ছিলেন। ইরাকের ইরান সমর্থিত শিয়াপন্থি আধাসামরিক বাহিনী হাশদ আল শাবির সমর্থকরা কালো পোশাক পরে শোক মিছিল ও জানাজায় অংশ নেন।

শনিবার সবচেয়ে বড় জমায়েত হয়েছে বাগদাদের কাদিমিয়ার শিয়া মাজারের কাছে। সেখানে নিহতদের প্রতি সম্মান জানাতে হাজির হয় শিয়ারা। ইরাকের ইরান সমর্থিত শিয়াপন্থি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্য আমজাদ হামাউদ (৩৪) আল জাজিরাকে বলেন, ‘সোলাইমানি ও মুহানদিসসহ সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। তারা বিশ্ব শিয়া সম্প্রদায় ও ইরাকের জন্য জীবন উৎসর্গ করেছেন।’

পিএমএফের মিডিয়া প্রতিনিধি মোহাম্মদ হোসাইন আল জাজিরাকে জানান, শোক মিছিল মধ্য বাগদাদের হারিয়া স্কোয়ারে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের প্রতি সম্মান জানানোর পরে মৃতদেহগুলো শিয়া নগরী কারবালায় নেওয়া হয়। সেখানে শনিবার বিকালে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর থেকে সেখান থেকে নেওয়া হয় আরেক শিয়া নগরী নাজাফে। সেখানে আজ মুহানদিসকে দাফন করা হবে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ইরানি নাগরিকদের মৃতদেহ দেশে নেওয়ার আগে শনিবার শিয়া নগরী কারবালা ও নাজাফে শোক মিছিল অনুষ্ঠিত হয়। ইরানে সোলাইমানির জানাজায় ইমামতি করবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। পরে নিজ শহর কেরমানে তাকে দাফন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top