সিডনী শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


কম্বোডিয়ায় পর্যটক গেস্টহাউস ধস: নিহত ৩৬, আহত ২৩


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২০ ০৪:৪৭

আপডেট:
৬ জানুয়ারী ২০২০ ২৩:১৩

ধ্বংসস্তূপ থেকে আটকা পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলের তৎপরতা

প্রভাত ফেরী ডেস্ক: কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি পর্যটক গেস্টহাউস ধসে ৩৬ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। শুক্রবার রাজধানী নম পেন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উপকূলীয় শহর কেইপে সাত তলা ওই ভবনটি ধসে পড়ে। রয়টার্স।

কর্মকর্তারা জানান, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েছিলেন। ঘটনার দুই দিন পর রোববার উদ্ধার অভিযান শেষ হয়। নিহতদের মধ্যে ছয়টি শিশু ও ১৪ জন নারী রয়েছে বলে এক বিবৃতিতে জানান তারা। তবে নির্মাণ ক্ষেত্রে শিশুরা ছিল কেন, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।

ভবনটিতে ৫৯ জন বাস করতেন বলে জানা গেছে। ভবনটি পর্যটকদের জন্য নির্মাণ করা হচ্ছিল। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে নির্মাণশ্রমিকরা আটকা পড়েছিলেন। ঘটনার রোববার উদ্ধার অভিযান শেষ হয়।

কেইপের গভরর্নর কেন সাথা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক এক কম্বোডিয়ান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কেইপ প্রদেশের কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

কম্বোডিয়ায় চীনা পর্যটক ও বিনিয়োগকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণের ধুম পড়েছে।

কেইপের ভবন ধসের ছয় মাস আগে প্রেয়া সিহানুক প্রদেশে চিনা মালিকানাধীন একটি নির্মাণ ক্ষেত্রে ভবন ধসের ঘটনায় ২৮ জন নিহত হয়েছিল। ওই ঘটনার জেরে প্রদেশটির এক দুর্যোগ ব্যববস্থাপনা কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন হুন সেন আর সাত জনের বিরুদ্ধে অনৈচ্ছিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top