সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ হামলা, ৬০ সেনা নিহত


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২০ ০৪:৫৩

আপডেট:
২০ জানুয়ারী ২০২০ ০৮:২২

ছবি: আল জাজিরা থেকে সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হামলার ঘটনায় ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। ওই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মারিব শহরে অবস্থিত ওই সামরিক প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ স্থানের নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। সে বছরই আরব দেশগুলোকে নেতৃত্ব দিয়ে একটি জোট গঠন করে সৌদি আরব।

হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে তাদের পরাজিত করতে এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারকে পুণরায় ক্ষমতা ফিরিয়ে দিতেই এই জোট গঠন করা হয়।

সৌদি আরবের আল আকবরিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার ইয়েমেনের সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা।

তবে ইরানের বুদ্ধিতে লড়াই করার কথা অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। তারা বলছে, দেশের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করছে তারা। তবে এখনও পর্যন্ত শনিবারের ওই হামলার দায় স্বীকার করেনি হুতি বিদ্রোহীরা। পাঁচ বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে তীব্র মানবিক সংকটের সূচনা করেছে।

প্রসঙ্গত, রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথি বিদ্রোহীদের কাছে। তাদের দাবি ইরানের পুতুল হয়ে নয় বরং একটি দুর্নীতিবাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে তারা।

 


বিষয়: ইয়েমেন


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top