সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


সরকারিভাবে গার্মেন্টসকর্মী নেবে জর্ডান


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫৮

আপডেট:
২১ মে ২০২৪ ০২:৩৭

ফাইল ছবি

বিদেশ যেতে আগ্রহী দক্ষ নারী গার্মেন্টস কর্মীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে বিদেশে জনশক্তি প্রেরণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

 

ক্র/নং পদের নাম পদের সংখ্যা মাসিক মূল বেতন ইন্টারভিউর তারিখ স্থান
০১ মহিলা মেশিন অপারেটর ২৩৩ জন মহিলা ১২৫ জেডি

(আনুমানিক= ১৪,৫০০) টাকা

৭, ১৪ ও ২৮ ফেব্রুয়ারী, ২০২০ বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর ঢাকা

 

চাকরির জন্য যে শর্ত দেওয়া হয়েছে-

১.দৈনিক ৮ (আট) ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ (ছয়) দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।

২.প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে।

৩.নিযোগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার এবং পরিবহন ব্যবস্থা করা হবে।

৪.চাকরির চুক্তি (০৩) তিন বৎসর।

৫.চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

৬.চুক্তি শেষ হবার আগে দেশে ফেরত আসতে চাইলে সেক্ষেত্রে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে।

৭.যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোন ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে।

সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে-

১.০৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ।

২. মূল পাসপোর্ট (০১ বৎসরের মেয়াদ থাকতে হবে)।

৩.পাসপোর্টের ফটোকপি (০১টি রঙ্গিন ও ০৪টি সাদাকালো) ।

৪.বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড।

৫.শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)।

৬.অভিজ্ঞতার সনদ।

আগ্রহী প্রার্থীকে উল্লেখিত কাগজপত্রসহ উপরে বর্ণিত তারিখ সমূহে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হল। এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০২-৯৩৬১১২৫,৯৩৩৬৫০৮,৯৩৬১৫১৫ টেলিফোর নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ-

নির্বাচিত মহিলা কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য ফি বাবদ সমূদয় খরচ কোম্পানী বহন করবে।  মেডিকেল ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা  ও ফিঙ্গার প্রিন্ট বাবদ ২০০/- (দুইশত) টাকা খরচ হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top