সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


মহাশূন্যে টানা ৩২৮ দিন থাকার রেকর্ড মার্কিন নারী ক্রিস্টিনার


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:০০

আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫২

ছবি: নাসার ওয়েবসাইট থেকে সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: প্রথম নারী মহাকাশচারী হিসেবে টানা ৩২৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ক্রিস্টিনা কোচ। স্টেশন থেকে কাজাখস্তানে ল্যান্ড করেন তিনি।

কোচ ও ইউরোপীয় মহাকাশ স্টেশন কমান্ডার লুকা পারমিতানো সোয়ুজ ক্যাপসুল মহাকাশযানে করে দুপুর ৩.১২ মিনিটে কাজাখস্তানের দক্ষিণ-পূর্ব দিকে নামেন। আর্টেমিস প্রোগ্রামের আওতায় চাঁদে যাওয়ার এবং মঙ্গল গ্রহে মানব অনুসন্ধানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার জন্য নাসার এই গবেষণাটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দল।

মহাকাশে টানা ৩২৮ দিন কাটিয়ে নারী হিসেবে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড এখন তার। বৃহস্পতিবার নিরাপদেই পৃথিবীর বুকে পা রাখেন ক্রিস্টিনা।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রায় ১১ মাস ছিলেন তিনি। তার সঙ্গেই পৃথিবীতে ফিরেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তভ। কাজাখস্তানের ল্যান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে ক্রিস্টিনাকে। গত বছরের ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।

এই দীর্ঘ সফরের পর ক্রিস্টিনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘আপনি সমগ্র নারীজাতির জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্র আপনাকে নিয়ে গর্বিত।’ স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা দেখতে আসেন। এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী নভোচারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিস্টিনা। তবে সব মিলে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড এখনও পেগি হুইটসনের দখলে। তিনি তিনবারে মোট ৬৬৫ দিন অতিবাহিত করেছেন মহাশূন্যে।

দৃষ্টান্ত স্থাপন করা ক্রিস্টিনা জানান, তার এই সাফল্য বিজ্ঞানের জন্য খুবই উপকারী প্রমাণ হতে চলেছে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে একজন মানুষের শরীরের ওপর শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কতটা প্রভাব পড়ে তা নিয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে পেরেছেন তারা। এই গবেষণার ফল ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে নভোচারী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বলেও জানান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top