সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


এতিমখানায় অগ্নিকাণ্ডে হাইতিতে প্রাণ গেল ১৫ শিশুর


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:২০

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪২

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্সের বাইরে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে ১৫ শিশু নিহত হয়েছে। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের বয়স ১১ বছরের নিচে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা এতিমখানাটি পরিচালনা করে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের কেন্সকফ এলাকার ওই এতিমখানাটিতে আগুন লাগে।

এতিমখানাটির কর্মী রোজ-ম্যারে লুইস জানান, রাত নয়টার দিকে আগুন শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর পৌঁছায় ফায়ারসার্ভিস। তিনি জানান, জেনারেটরে সমস্যা থাকায় আলোর প্রয়োজনে এতিমখানাটিতে মোমবাতি ব্যবহার করা হতো। সেখান থেকে অগ্নিকাণ্ড শুরু হতে পারে। উদ্ধারকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছায়। তবে যথাযথ সরঞ্জাম না থাকায় অনেকের প্রাণ বাঁচানো যায়নি বলে জানান বেসামরিক সুরক্ষাকর্মী জেন ফ্রাঙ্কোইস রোবেন্টি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানায়, ‘চার্চ অব বাইবেল আন্ডারস্টান্ডিং’ নামে একটি অলাভজনক ধর্মীয় গ্রুপের অধীনে পরিচালিত হয় এতিমখানাটি। কিন্তু সেখানে ব্যাপক অব্যবস্থাপনা ছিল। জেনারেটর সমস্যার কারণে বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রাতে শিশুরা মোমবাতি জ্বালিয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ১০-১১ বছরের শিশুও রয়েছে। পরে কর্মীদের বিক্ষোভের কারণে গ্রুপটির পরিচালিত আরেকটি এতিমখানা থেকে শতাধিক শিশুকে সরিয়ে নেয় পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top