সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতের তামিলনাড়ুতে কন্টেইনারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৯


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৭

আপডেট:
২১ মে ২০২৪ ০৩:৩১

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে বিপরীত দিক থেকে আসা ট্রাক থেকে গড়িয়ে পড়া কন্টেইনারের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু যাত্রী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজ্যের কোয়েম্বাতোরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলেছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি ট্রাক। সেই ট্রাক থেকেই একটি কন্টেইনার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটে ওই দুর্ঘটনা।

কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top