সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


যুক্তরাষ্ট্রে বিয়ার কারখানায় বন্দুকধারীর গুলিতে পাঁচ কর্মচারী নিহত


প্রকাশিত:
২ মার্চ ২০২০ ০৫:৪৭

আপডেট:
২১ মে ২০২৪ ০৩:৩১

যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির পাঁচ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর বন্দুকধারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার অঙ্গরাজ্যটির মিলওয়াকি শহরের মলসন কুজ বিয়ার কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির

হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তারা জানিয়েছে, হামলাকারীর বয়স ৫১ বছর, তিনি মিলওয়াকির বাসিন্দা।

তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় দুপুর ২টায় এ ঘটনা ঘটে। ওই সময় বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিল বলে জানিয়েছেন মিলওয়াকির মেয়র টম বারেট।

গোলাগুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, এই শহরের বাসিন্দাদের জন্য ঘটনাটি দুর্বিষহ এক স্মৃতি হয়ে থাকবে। আমরা তৎপর আছি, আর কোনো হুমকি নেই।

শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত।‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top