সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ব্রিটিশ রাজপরিবারে সমকামী বিয়ে !


প্রকাশিত:
২৪ জুন ২০১৮ ০১:০২

আপডেট:
২১ মে ২০২৪ ০০:১৯

ব্রিটিশ রাজপরিবারে সমকামী বিয়ে !

কিছুদিন আগে মার্কিন নাগরিক মেগান মরকেলকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রিন্স হ্যারি। এ ঘটনার এক মাস না যেতেই নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ব্রিটিশ রাজপরিবার। এবার রাজপরিবারে হতে চলছে সমলিঙ্গের বিয়ে।



রাজপরিবারের জামাই লর্ড আইভার মাউন্টব্যাটেন বিয়ে করতে যাচ্ছেন জেমস কয়েলকে। রাজপরিবারের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের সম্মতি মিলেছে এই বিয়েতে।



মাউন্টব্যাটেনের সমকামী হওয়ার বিষয়টি প্রথম সামনে আসে ২০১৬ সালে। তার প্রাক্তন স্ত্রী পেনি মাউন্টব্যাটেন রাজপরিবারের সদস্য। তাদের তিনটি সন্তানও রয়েছে। কিন্তু তারপরও পেনি মাউন্টব্যাটেন স্বামীর সমকামিতাকে খোলামেলাভাবেই সমর্থন করেন। বিয়ে নিয়েও তার কোনো আপত্তি নেই।



পাশ্চাত্যের অনেক দেশেই সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি আছে। সমকামী সম্পর্ক প্রথম স্বীকৃতি দেয় আর্জেন্টিনা। তারপর একে একে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ডের মতো দেশে এখন সমকামী বিয়ে বৈধ। তালিকায় সব শেষে যোগ হয়েছে ইংল্যান্ড ও আমেরিকা।



ব্রিটিশদের কাছে সমকামিতা অর্থাৎ দুজন পুরুষ বা নারীর মধ্যে শারীরিক সম্পর্ক ও তাদের বিয়ে, কোনোটাই ব্যতিক্রমী ঘটনা নয়। বরং চার বছর আগে থেকেই আইনি স্বীকৃতি পেয়েছে সমকামিতা। যে সব জায়গায় সমলিঙ্গ বৈধ নয়, সেখানেও রয়েছে লিভইনের আইনি স্বীকৃতি।



মাউন্টব্যাটেন-কয়েলের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ রাজপরিবারের প্রথম সমলিঙ্গ বিয়ে হচ্ছে। এক সাক্ষাৎকারে মাউন্টব্যাটেন জানিয়েছেন, নিজস্ব পরিসরে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। সেখানে রানি বা তার সরাসরি উত্তরাধিকারীরা কেউ থাকবেন না। আবার মাউন্টব্যাটেও রাজপরিবারের সরাসরি উত্তরাধিকারী নন। তাই তার বিয়েতে রাজপরিবারের থাকা বাধ্যতামূলক নয়।



যদিও মাউন্টব্যাটেনের দাবি, রাজপরিবারের পুরো সমর্থন রয়েছে তাদের বিয়েতে। রানি এলিজাবেথের সরাসরি উত্তরাধিকারী না হওয়ায় রাজসিংহাসন থেকেও তিনি অনেক দূরে। তাই এই বিয়ের ফলে ব্রিটিশ সংবিধানেও কোনো পরিবর্তন আনতে হবে না। তবে রাজপরিবারে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top