সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


হিটলারের সঙ্গে তুলনা করা হলো ইন্দিরা গান্ধীকে


প্রকাশিত:
২৫ জুন ২০১৮ ১৪:৫২

আপডেট:
২১ মে ২০২৪ ০১:২৫

হিটলারের সঙ্গে তুলনা করা হলো ইন্দিরা গান্ধীকে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীকে জার্মানির একনায়ক হিটলারের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।



আজ থেকে ৪৩ বছর আগে ১৯৭৫ সালে আজকের দিনেই ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর এই দিনটিকে ভারতীয় গণতন্ত্রের জন্য ‘ব্ল্যাক ডে’ রূপে পালন করছে বিজেপি।



সোমবার ধারাবাহিক টুইট বার্তায় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, জরুরি অবস্থা জারি হওয়ার সময় দেশে আতঙ্কের পরিস্থিতি ছিল। আরএসএস এবং বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের বিরোধিতা করে লাগাতার সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন।



টুইটে অরুণ লেখেন, ইন্দিরা গান্ধী এবং হিটলার দুজনেই গণতন্ত্র বদলে দিতে সংবিধান নিজের মতো ব্যবহার করেছিলেন।



জেটলি লেখেন, জরুরি অবস্থায় শিক্ষা পাওয়া যায় যে যদি বাক স্বাধীনতায় বাধা দেয়া হয় এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়, তবে সেই এজেন্ডাই সবার প্রথম শিকার হয়।



দেশে জরুরি অবস্থা জারি হওয়ার সময় সঞ্জয় গান্ধীর বিশেষ পাঁচটি তত্ত্ব নিয়েও সমালোচনা করেন অর্থমন্ত্রী।



১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত এই জরুরি অবস্থা চালু ছিল। এর আগে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময়ে এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় জরুরি অবস্থা জারি হয়েছিল ভারতে।



১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, নির্বাচন বন্ধ করা হয়েছিল। সরকারি বিরোধী আন্দোলন দমন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছিল। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top