সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


মিয়ানমারের ১৩ সেনা কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধী


প্রকাশিত:
২৮ জুন ২০১৮ ০২:৪৮

আপডেট:
২১ মে ২০২৪ ০৩:৩১

মিয়ানমারের ১৩ সেনা কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধী

মিয়ানমারের ১৩ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।



‘উই উইল ডেস্ট্রয় এভরিথিং : মিলিটারি রেসপনসিবিলিটি ফর ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি ইন রাখাইন স্টেট, মিয়ানমার’ নামের অ্যামনেস্টির ওই প্রতিবেদনে মিয়ানমারের উত্তরের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর পাশবিক নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়।



বুধবার প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল মিন অং লাইং, সশস্ত্র বাহিনীতে তার অধীনস্ত নয়জন এবং বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিনজন যে জাতিগত নিধনে জড়িত তার হতবুদ্ধকর ও বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।



এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, ‘মানবতাবিরোধী অপরাধ যে সংঘটিত হচ্ছে সেটা জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানতেন কিংবা জেনে থাকবেন, তথাপি সেসব অপরাধ প্রতিরোধ, বন্ধ করতে কিংবা অপরাধীদেরকে শাস্তি দিতে সেনা কর্মকর্তারা তাদের আদেশ দিতে ব্যর্থ হয়েছেন এবং পরবর্তীকালে সেসবের অধিকাংশকে মুছে ফেলার চেষ্টা করেছেন।’



অ্যামনেস্টির অভিযুক্তদের মধ্যে রয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ ভাইস সিনিয়র জেনারেল সো উইন, লেফটেন্যান্ট জেনারেল অং কিয় জ, মেজর জেনারেল মং মং সো এবং ব্রিগেডিয়ার জেনারেল খিন মং সো।



গত বছরের আগস্টে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আগ্রাসন চালায় সেনাবাহিনী। এর ফলে নতুন করে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়।



তথ্য : বিবিসি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top