আসাম গণপরিষদ বাংলাদেশীদের ভিসা সহজ করার বিরোধী
প্রকাশিত:
২৭ জুলাই ২০১৮ ১০:০৯
আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৪

আসাম গণপরিষদ বাংলাদেশীদের ভিসা সহজ করার বিরোধী
ই-টোকেন বিড়ম্বনা ও এন্ট্রি পয়েন্ট নিয়ে জটিলতা সমাধান হয়ে বাংলাদেশীদের জন্য ধীরে ধীরে সহজ হয়ে আসছে ভারতীয় ভিসা। তবে ভারতের উত্তরপূর্বাচঞ্চলীয় রাজ্যের আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের মিত্র আসম গণপরিষদ (এপিজি) প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করা ও দীর্ঘমেয়াদি ভিসা প্রদানের বিরুদ্ধে।
এপিজির সভাপতি ও ক্যাবিনেটমন্ত্রী অতুল বড়ুয়া বলেন, ভিসা প্রদানে কড়াকড়ি শিথিল করা হলে এবং দীর্ঘমেয়াদি ভিসা দেয়া হলে আরো বেশি সংখ্যক বাংলাদেশী বৈধ ও অবৈধভাবে আসামে প্রবেশ করবে এবং তাদের বাকি জীবন এই রাজ্যে কাটাবে। তিনি বলেন, ইতোমধ্যে আসামকে লাখ লাখ অবৈধ বাংলাদেশীর বোঝা বহন করতে হচ্ছে।
বড়ুয়া বলেন, এজিপি নাগরিকত্ব (সংশোধন) বিল ২০১৬-এর ঘোর বিরোধী। এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসামে আশ্রয়গ্রহণের সুবিধা দেয়া হয়েছে। এরপর এজিপি ভিসা নীতি শিথিল করা মেনে নিতে পারে না। নতুন ভিসা নীতি সমর্থন করা নাগরিকত্ব বিল সমর্থন করার শামিল হবে।
নতুন ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশের সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধাদের ভ্রমণে বিধিনিষেধ সহজ করবে ভারত। সিনিয়র সিটিজেনদের জন্য ভিসা আইন আরো শিথিল করা হবে এবং প্রতিবেশি দেশের সিনিয়র নাগরিকরা আরো ঘনঘন ভারত সফর করতে পারবেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়ে বড়ুয়া বলেন, এ ধরনের চুক্তি ছাড়া আসাম থেকে অবৈধ বাংলাদেশী নাগরিকদের বহিস্কার করা যাবে না।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: