তালিকা করে বাংলাদেশি ভিসা ব্যবসায়ীদের গ্রেফতার করছে কুয়েত


প্রকাশিত:
৪ নভেম্বর ২০১৮ ০২:৩৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৫৬

তালিকা করে বাংলাদেশি ভিসা ব্যবসায়ীদের গ্রেফতার করছে কুয়েত

কুয়েতে অবস্থানরত পাকিস্তানি, বাংলাদেশি এবং মিশরীয়কে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ নির্দেশ ২ হাজার ৯০০ জনকে তালিকা করা হয়েছে। নির্দেশনাকে বিগত কয়েক বছরের মধ্যে কুয়েতের ইতিহাসের সবচেয়ে 'সিরিয়াস কেস' বলে ধরা হচ্ছে। যাদের আটকাদেশ দেয়া হয়েছে তারা সবাই অবৈধ উপায়ে কিংবা পাচার হয়ে কুয়েতে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।



দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সূত্র। সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক কাজের কথা বলে তিনটি ভুয়া প্রতিষ্ঠান তাদের কুয়েতে এনেছে এবং কোনো চাকরির ব্যবস্থা না করে ছেড়ে দিয়েছে।



প্রতিবেদনে আরো বলা হয়, গত কয়েক দিনের মধ্যে ৯০ জনকে গ্রেফতার করেছে মন্ত্রণালয়। কুয়েতে চাকরির আশায় এরা সবাই ভুয়া প্রতিষ্ঠানগুলোকে প্রচুর অর্থ প্রদান করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top