লাদাখ-সিকিম-অরুণাচলে যেতে পারবেন বাংলাদেশিরা
প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৮ ১০:১৮
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:০৫

ভারতবর্ষের পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট কাশ্মীরের লাদাখ, পশ্চিমবঙ্গের সিকিম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ঢোকায় কড়াকড়ি ছিল বাংলাদেশিদের জন্য। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে এসব কড়াকড়ি ছিল। তবে জটিলতা কেটে গেছে
এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। এসব স্পটে ঢোকার অনুমতি দেবে দেশটি।
মঙ্গলবার বিকেলে ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি হলে এক ব্রিফিংয়ে হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিষয়টি জানান।
অনুমতির জন্য আবেদন করলেও কয়েক মাসেও তা মিলতো না। নতুন সিদ্ধান্তের ফলে যাদের এরই মধ্যে ভিসা রয়েছে তারা চাইলে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে ঢুকে একটি ফরম পূরণ করে অনুমতির আবেদন করতে পারবেন।
আর যারা নতুন করে ভিসার জন্য আবেদন করবেন তারাও এর জন্য আলাদা ফরম পূরণ করে ভিসা আবেদনের সঙ্গে জমা দিতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকেই এ সুবিধা পাবেন ভ্রমণপ্রিয়রা।
নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতের সব জায়গায় বাংলাদেশিরা যাওয়ার অনুমতি পাবে। এসব রাজ্যে ঢোকার জন্য ভারতীয়দেরও অনুমতি লাগে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: