অবশেষে রায়হান কবিরকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া


প্রকাশিত:
২১ আগস্ট ২০২০ ১৯:৪০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:১৮

 

প্রভাত ফেরী: অবশেষে ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে রায়হান কবিরকে দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। করোনা টেস্টের ফলাফল ও বিমানের টিকেট কনফার্ম হলেই তাকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার রায়হান কবিরের আইনজীবী এই তথ্য জানান। তার দুই আইনজীবী কে. সুমিতা শাথিন্নি ও সি সেলভরাজা জানান, কোভিড-১৯-এর স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পর ফ্লাইটের টিকেট পাওয়া গেলে তাকে বাড়ি পাঠানো হবে। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আনা হবে না।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে বলে একটি সাক্ষাৎকার দেন রায়হান। ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে সাক্ষাৎকারসহ ২৫ মিনিটের সেই ডকুমেন্টারি আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয় মালয়েশিয়াজুড়ে।

এর পরপরই অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ ধারা ভঙ্গের অভিযোগ তুলে রায়হান কবিরের বিরুদ্ধে তদন্তের সহযোগিতা করার জন্য তাকে গ্রেফতারে জনসাধারণের সহযোগিতা চায় মালয়েশিয়া প্রশাসন। তার কিছু দিন পর ২৪ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে গোপন সংবাদের ভিত্তিতে রায়হান কবিরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি অভিবাসন বিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top