তুরস্কের ভান প্রদেশে ১২ বাংলাদেশীসহ ৬৫ অভিবাসী আটক


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:১১

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:৪৬

 

প্রভাত ফেরী: তুরস্কের পূর্বাঞ্চল ভান প্রদেশের ১২ বাংলাদেশীসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার ভেন প্রদেশের ইপেক্যোলু জেলার একটি মিনিবাস থেকে ড্রাইভারসহ তাদের আটক করা হয়। প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে।

আটককৃতদের মধ্যে আফগানিস্তানের ২৪, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত জন ও মিয়ানমারের দুজন নাগরিক আছেন। আটককৃত অন্যরা হলেন- আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত ও মিয়ানমারের দুজন নাগরিক।

আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে। তুরস্ক দিয়ে অবৈধভাবে ইউরোপ গমন করে অনেকে। ২০১৮ সালে পরিসংখ্যান মতে তুরস্কে দুই লাখ ৬৮ হাজার অভিবাসী অবৈধভাবে থাকে। এই বছরে তা তিন লাখ ৩৬ হাজারে গিয়ে দাঁড়ায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top