যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চন্দন ও আবুল


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২০ ২২:৩৮

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০০:১৫

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ার রাজ্য থেকে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান শেখ রহমান চন্দন ও আবুল বি খান। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ পাওয়া ফলাফলে এই তথ্য জানা যায়।

জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৯ জুন হওয়া দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনেও তার বিরুদ্ধে কেউ অংশ নেয়নি। অপরদিকে রিপাবলিকানদের পক্ষ থেকে কোনো প্রার্থী না দেয়াই শেখ রহমান নিশ্চিতভাবেই জয়ী হন। এর আগেও রিপাবলিকানদের এই রাজ্যে ডেমোক্রেটদের পক্ষ জয়ী হয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

নির্বাচিত হওয়ায় বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার আশীর্বাদে বহুজাতিক একটি সমাজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মধ্যে অন্য রকমের একটি আনন্দ রয়েছে, যা আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

অন্যদিকে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে রিপাবলিকান পার্টির হয়ে জয় পেয়েছেন বাংলাদেশের আবুল বি খান। এ নিয়ে টানা চারবার নির্বাচিত হলেন এই রিপাবলিকান নেতা। মঙ্গলবারের এই নির্বাচনে সবচেয়ে বেশি তিন হাজার ৪৪৪ ভোট পেয়েছেন আবুল । তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী প্যাট্রিয়া ও’ কেফ পেয়েছেন দুই হজার ৪৪৮ ভোট।

রকিংহাম ডিস্ট্রিক্ট-২০ অনেক দিন ধরে রিপাবলিকানদের দখলে। এর আগে পর পর তিনবার তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। এবারও ফল ধরে রাখলেন তিনি। এর আগে তিনি রাজ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়ার আবুল বি খান ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে আবুল বি খান বলেন, আমি খুবই খুশি হয়েছি। এটা আমার নিজের ডিস্ট্রিক্ট। আমি এই ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে গত ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা (ভোটের জন্য) বাইরে বেরিয়ে এসেছেন এবং আমাকে সমর্থন দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আমি তাদের স্বার্থের জন্য কঠোর পরিশ্রম করে যাব।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top