নিজ দেশ থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত ইরাকের পার্লামেন্টে
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২০ ২৩:১৯
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:১৩

প্রভাত ফেরী: ইরানের শীর্ষস্থানীয় একজন সামরিক কমান্ডার বলেছেন, ইরাকের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সে দেশ থেকে মার্কিন সকল সেনাকে অবশ্যই বিদায় নিতে হবে। ইরানে সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে বৈঠক করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
হোসেইন সালামি আরো বলেন, শুধু ইরাকের পার্লামেন্ট মার্কিন সেনাদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাস করেছে তা নয়, ইরাকের আপামর জনগণের প্রাণের দাবি এটি। এ বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানি ও ইরাকের হাশদ-আশ-শাবি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।
সেই ঘটনার দু’দিন পর ইরাকের পার্লামেন্ট সে দেশ থেকে সকল মার্কিন সেনা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাস করে। জেনারেল সালামি বলেন, যারা জেনারেল সোলায়মানি ও মুহান্দিসকে হত্যা করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবই। এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়া সমানভাবে চলবে।
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্পর্শকাতর সময়ে ইরান সব সময় ইরাকের পাশে দাঁড়িয়েছে। এজন্য তিনি তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: