অস্ট্রেলিয়া-চীনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিউজিল্যান্ডের
প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২০ ২৩:০৮
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ০১:৪৬

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা নিরসনে সহায়তা করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে নিউ জিল্যান্ড। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা বলেছেন, উভয়পক্ষকে আলোচনার টেবিলে আনতে নিউ জিল্যান্ডের সামনে সুযোগ হিসেবে আসতে পারে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়ার নতুন বিদেশি হস্তক্ষেপ ও বিনিয়োগ আইন এবং করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনকে দায়ী করার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। সেই সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে গত মাসে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক অস্ট্রেলীয় সেনার ‘ভুয়া ছবি’ টুইটারে পোস্ট করার পর। ওই ছবিতে এক আফগান শিশুর ওপর রক্তাক্ত ছুরি ধরে থাকতে দেখা যায় ওই সেনাকে। তবে ছবিটি ভুয়া বলে দাবি করে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার এই টানাপোড়েন অবসানে এপেক সম্মেলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় নিউ জিল্যান্ড। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা বলেন, ’এপেক আয়োজন ভালো সুযোগ হয়ে উঠতে পারে… উভয়পক্ষেরই একত্রে বসার মানসিকতা থাকতে হবে আর স্বীকার করে নিতে হবে যে কোনও কোনও ক্ষেত্রে তারা বর্তমানে চোখে চোখ রাখতে চাইছেন না।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: