বৃটেনের সঙ্গে ফ্রান্সের সীমান্ত বন্ধের আহবান


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২১ ২৩:০৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৪১

 

প্রভাতফেরীঃ নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পর ইউরোপের অনেক দেশই বিমান চলাচল বন্ধ করে দেয়। যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই এখন বৃটেনের সঙ্গে ফ্রান্সের সীমান্ত বন্ধের আহবান ফরাসি বিশেষজ্ঞের । যুক্তরাজ্যে সম্প্রতি নতুন প্রজাতির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল। 

যুক্তরাজ্যে এই নতুন ধরনের করোনাভাইরাস অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। ফলে ফ্রান্সের জনমনে এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ফ্রান্সের মহামারি বিশেষজ্ঞ আরনদ ফোন্টানেত বলেন, ফ্রান্সের  উচিত এখনই বৃটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া। তিনি ফরাসি সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত রয়েছেন।

সোমবার বিএফএম নামে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় তিনি এ আহবান জানান। তিনি বলেন, বৃটেনে করনাভাইরাসের যে নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে তা থেকে বাঁচতে এখনই এই পদক্ষেপ নেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, ফ্রান্সের উচিত মার্চ মাসের পূর্বেই ১০ থেকে ১৫ মিলিয়ন নাগরিককে ভ্যাকসিন প্রদান করা। জুন মাস নাগাদ এই সংখ্যা অন্তত ৩০ মিলিয়ন হওয়া উচিত।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top