পুলিশকে ঘুষ প্রস্তাব দেয়ায় মালয়েশিয়ায় আটক ২ বাংলাদেশি
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২১ ১৯:৫৮
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৪১

প্রভাত ফেরী: বুধবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম জেলার লুনাস টোলের কাছে বাটারওয়ার্থ-কুলিম হাইওয়েতে কর্তব্যরত এক পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়।
আটককৃত ২৭ ও ৩০ বছর বয়সী ঐ দুই বাংলাদেশি একটি ভাড়া টেক্সিতে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার পথে রোড ব্লকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই বাংলাদেশিকে তল্লাশি চালায়। কিন্তু তাদের কাছে মালয়েশিয়ায় বসবাসের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কর্তব্যরত পুলিশকে ঘুষের প্রস্তাব দেন এক বাংলাদেশি।
এ সময় পুলিশ তাকে বারবার সতর্ক করে বলেন, এই জাতীয় ঘটনা আরেকটি অপরাধ। কয়েকবার বাংলাদেশিকে সতর্ক করা হলেও পুলিশকে নগদ অর্থ দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করলে পুলিশ তখন তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ঘুষের ৫’শ মালয় রিংগিত উদ্ধার করে পুলিশ। তবে আটককৃত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় গত কয়েক মাস ধরে আন্তঃরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বিষয়: প্রবাস নিউজ মালয়েশিয়া
আপনার মূল্যবান মতামত দিন: