সাবেক বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে কাতারে মিলনমেলা
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২২
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৯:৪৪

প্রভাত ফেরী: স্থানীয় সময় শুক্রবার মিলনমেলা উপলক্ষে দেশটির অন্যতম পর্যটন এলাকা সাফিয়া আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে কাতারে সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসএসসি ২০০৬, এইচএসসি ২০০৮ ব্যাচের আয়োজনে এক মিলনমেলা ও বর্ষপূর্তি।
কেক কেটে উদযাপন করা হয় ফ্রেন্ডস অক কাতারের এসএসসি ২০০৬, এইচএসসি ২০০৮ ব্যাচের ১ম বর্ষপূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসান, তুষার, সাহেদ, রোমেন, রানা, শামীম, সঞ্জীব, রুবেল, ইবকাল, মোহাম্মদ ইকবাল, রক্তিম, কেফায়েত, নাছির, শাইখ, সৌরভ, তৌহিদ, জাবের, রাসেল, ওসমান, কামাল, অলক, ইমরানসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিষয়: কাতারে প্রবাসী
আপনার মূল্যবান মতামত দিন: