ইতালিতে ভ্যাকসিন নিলে পাবে ডিজিটাল গ্রিন পাস
প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ১৯:৪৭
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২০:০৭

প্রভাত ফেরী: করোনা নিয়ন্ত্রণে ইতালিতে একদিকে চলছে ভ্যাকসিন কার্যক্রম, অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণে চলছে নানা প্রয়াস। কারন ইউরোপের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। এ অবস্থায় ভ্যাকসিন নেওয়া নাগরিকদের জন্য গ্রিন পাসের ব্যবস্থার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন, কেবল তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটাতে ইউরোপের ২৭টি দেশের নাগরিকদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন এই পরিকল্পনাটি আগামী ২৫ মার্চ ইইউ নেতাদের বৈঠকের আগে চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।
গ্রিন পাসের মাধ্যমে ইউরোপের নাগরিকরা ইতালিতে ভ্রমণের সুযোগ পেলে, দেশটির পর্যটনশিল্প ঘুরে দাঁড়াবে বলে মত সংশ্লিষ্টদের। এতে খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, ইতালিতে বিদেশি পর্যটকরা ফিরলে কেটে যাবে ব্যবসায়িক মন্দা।
এদিকে করোনা নিয়ন্ত্রণে ইতালিতে পুরোদমে চলছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। আগামী জুনের মধ্যে দেশটির ৫ কোটি ৬০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী। করোনা নিয়ন্ত্রণে ইতালি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: