মালয়েশিয়ায় আটক ১৫ বাংলাদেশি


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ১৯:০৬

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২০:০২

 

প্রভাত ফেরী: বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় সেলাঙ্গরের শাহ আলম জেলার সেকশন ২৫ এর শ্রী মুদা প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে ২৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি, ভারতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ জন ও মিয়ানমারের ১ জন।

রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬৯ জনের কাগজপত্র যাচাই বাচাই শেষে ২৪ জনকে আটক করা হয়।

এ অভিযানে শাহ আলম সিটি কাউন্সিল (এমবিএসএ) এর ৬৭ জন কর্মকর্তা ও কর্মী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। আটককৃতদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য এনফোর্সমেন্ট বিভাগ, সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন অফিসে আনা হয়েছে এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) এবং ১৫(১)(গ) এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তদন্ত করা হবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top