মালয়েশিয়ায় মানব খুলি ও হাড় উদ্ধার করল বাংলাদেশি নাগরিক
প্রকাশিত:
২৭ মে ২০২১ ২১:১৭
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ২১:১২

প্রভাত ফেরী: মালয়েশিয়ার একটি পাম বাগান থেকে মানুষের মাথার একটি খুলি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো উদ্ধার করেছেন এক বাংলাদেশি নাগরিক।
স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে দেশটির পেরাক রাজ্যের তেলুক ইন্তান জেলার বাতু ৫ এর জালান মাহারাজালেলা এলাকার সেরি ইন্তান পাম বাগানে কাজ করার সময় তিনি মানব দেহের খুলি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো খুঁজে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।
পেরাক রাজ্যের জেলা পুলিশ প্রধান এসিপি আহমদ আদনান বাসরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের আশেপাশের এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা অথবা সিকিউরিটি গার্ড না থাকায় (ডি-১০) ফরেনসিক ইউনিটের কর্মী ও পেরাক পুলিশ সদর দফতরের গোয়েন্দা কুকুর ইউনিট (কে-৯) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ২২টি নমুনা ও মাটির নমুনা সংগ্রহ করা হয়। মাথার খুলি এবং হাড়ের টুকরোগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
তিনি আরও জানায়, যারা পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন তাদের কে পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যাতে ভুক্তভোগীর পরিচয় খুঁজে বের করতে তদন্তে সহায়তা করা যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: