আবারও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫৭ জনের মৃত্যু


প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ২০:৪১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৭

 

প্রভাত ফেরী: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাসে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইউরোপে উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে। আর এ সময়েই বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।
আইওএম মুখপাত্র সাফা এমসালি রয়টার্স জানান, এ ঘটনায় স্থানীয় জেলেদের সহযোগিতায় কোস্ট গার্ডের সদস্যরা ২০ জন নারী ও দুই জন শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি ইতালির দিকে যাচ্ছিল।
ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রাণহানি এটা সর্বশেষ ঘটনা হলেও এমন ঘটনা প্রায় ঘটছে। ইউরোপে উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। প্রায়ই এ পথে নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও লোকজনকে এ থেকে বিরত রাখা যাচ্ছে না।
সংঘাতময় রাজনৈতিক পরিবেশ ও চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করতে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবাসীদের মধ্যে ইউরোপে অভিবাসনের প্রত্যাশা বাড়ছে। সাম্প্রতিক সময়ে তাই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনাও তাই বাড়ছে।
গত ২২ জুলাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসী মারা গেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top